অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর ২০০৪ সালে বইমেলায় সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া।
তিনি জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে আজ দুপুরে বারিধারায় এটিইউ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।