হাসপাতাল ব্যবস্থাপনায় তাহিরপুরে কমিটি গঠন

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

জানা গেছে, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা হাসপাতালসমূহে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে এ কমিটিতে সভাপতি করা হয়েছে।

এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সহ-সভাপতি করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে।

সদস্য হিসেবে রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার এমসিএইচ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন ও সমাজসেবা কর্মকর্তা।