হামলায় আহত জালালাবাদ গ্যাস সিবিএ’র সভাপতি

সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ এমপ্লয়িজ ইউনিয়নের (রেজি. নম্বর ২৫২০) সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত আব্দুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সিবিএ’র সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী জানান, বুধবার (২৯ জুন) সকাল ১১টায় জালালাবাদ গ্যাস অফিসের জিএম ও কর্মচারীদের শ্রমিক অংশীদারিত্ব তহবিলের লভ্যাংশের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ-আলোচনার সময় ডিজিএম আমিরুল ইসলাম উত্তেজিত হয়ে শ্রমিকদের গালিগালাজ করেন। এ সময় সিবিএ’র সভাপতি আব্দুর রহমানের ওপর হামলা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। হামলায় আহত মো. আব্দুর রহমানকে শ্রমিকরা উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন সিবিএ’র নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারী ডিজিএম আমিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।