মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেছেন, এই প্রলয়ঙ্কারী বন্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ও বেসরকারি উন্নয়ন সংস্থাও মানুষের বিপদে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছে। তেমনি হাওরপাড়ের জনপদ কুলাউড়ার বন্যা দুর্গত মানুষের সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস’র উদ্যোগও জনহিতকর কাজে সরকারের অংশীদার হওয়ার দাবি রাখে।
বৃহস্পতিবার (৭ জুলাই) কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুবের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রামস মুহাম্মদ আব্দুস সামাদ।
কুলাউড়া উপজেলার চারটি ইউনিয়নে বৃহস্পতিবার বন্যা দুর্গত অন্তত ১৪০০ পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে আরডিআরএস বাংলাদেশ। ‘বন্যাদুর্গত মানুষের সেবায় আরডিআরএস বাংলাদেশ’ এ স্লোগানে সংস্থার জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অস্ট্রেলিয়াভিত্তিক দাতা সংস্থা এলডাব্লিউএফ’র অর্থায়নে আসন্ন ঈদের প্রাক্কালে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াসে কুলাউড়ার ৪টি ইউনিয়নের প্রায় ১৪০০ পরিবারের বাস্তুহীন, আশ্রয়কেন্দ্রে বা বাড়িতে পানিবন্দি থাকা বয়স্ক, অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, স্তন্যদানকারী মা, প্রতিবন্ধী অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
হাকালুকি হাওরপাড়ের উপজেলা কুলাউড়ার দুর্গত ইউনিয়নসমূহ বিশেষ করে ভূকশিমইল, কাদিপুর, ব্রাহ্মণবাজার ও জয়চন্ডীতে এসব ত্রানসামগ্রি বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসমূহের মধ্যে ছিল শুকনো খাবার, শিশুখাদ্য, পানি, হাইজিন, স্যানিটেশনসহ জীবন রক্ষাকারী কিছু প্রয়োজনীয় উপকরণ।
সকাল থেকে দিনব্যাপী পৃথক পৃথক স্পটে চলমান এ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া আরডিআরএস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের সমন্বয়কারী মো. ফারাজদুক ভুঁঞা, আর্লি লার্নারস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।