হরতালে শান্তিগঞ্জে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়ও বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি, লেগুনা, পিকআপ ভ্যান, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে অন্যান্য দিনের তুলনায় তা ছিলো খুবই কম।

এদিকে, হরতালকে সফল করতে সকালে পিকেটিংয়ে বের হলে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে হরতালের সমর্থনে পিকেটিংকালে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যগ্ম-আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও ছাত্রদল নেতা আবু তাহের ইমন। তারা প্রত্যেকেই কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালনকালে নিজ অনুসারীদের আটক করাকে অসাংবিধানিক উল্লেখ করে আনছার উদ্দিন বলেন, হরতাল আমাদের সাংবিধানিক অধিকার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পিকেটিং করে যাচ্ছিলেন। এঅবস্থায় তাদের আটক করা অসাংবিধানিক। আমরা এর তীব্র নিন্দা ও তাদের অবিলম্বে মুক্তি দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, পুলিশ দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। যত বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হবে আমাদের মনোবল ততই বাড়বে।

এদিকে বিএনপি জামায়াতের হরতাল কর্মসূচী ঘিরে সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে ছিল শান্তিগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে উপজেলার পাগলা বাজারে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।

হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হরতাল অমান্য করে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করছে৷ তবে সংখ্যায় তা অন্যান্য দিনের তুলনায় কম। এ সুযোগে বেশি ভাড়া আদায় করেছেন চালক-হেলপাররা। আভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। উপজেলার পাথারিয়া, দিরাই রাস্তার মুখ, পাগলা বাজারে পুলিশের সতর্ক অবস্থান ছিলো লক্ষণীয়। পিকেটিং করতে আসা লোকদের সড়কে অবস্থান নিতে দেয়নি পুলিশ।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। রবিবার দুপুর ১২টায় মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের পরকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়ি থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মান্নান চত্বরে এসে শেষ হয়। পরে এখানেই শান্তি সমাবেশ করেন দলটির নেতা কর্মীরা।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।

এসময় শান্তিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।