হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ইমন পানতাতি (২৩) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি মাধবপুর উপজেলার থানার তেলিয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা মৃত নিপেন পানতাতির ছেলে।
দিনের অপর অভিযানে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল রাত সাড়ে ৯টার দিকে জেলার চুনারুঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সেকুল মিয়া (৩৫) নামে ১ ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রায়টুটি এলাকার বাসিন্দা মৃত কদর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল- আলম।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।