হবিগঞ্জে শিক্ষাবিদ আব্দুল আলীর দাফন সম্পন্ন

হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় হবিগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে তেঘরিয়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

শিক্ষাবিদ আব্দুল আলী রবিবার (১৬ অক্টোবর) রাত প্রায় ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

মরহুম আব্দুল আলী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আরিফ জামিলের পিতা। মৃত্যুকালে তিনি ২ পুত্র ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল আলীর মৃত্যুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতানা কামাল ও যুগ্ম সম্পাদক শারমিন মুর্শিদ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, বিশ্ব সিলেট সম্মেলন-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন সাদেক, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক ফাদার জোসেফ গোমেজ, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, সুপ্রিম কোর্ট- এর আইনজীবী সুদীপ্ত অর্জুন, গোলাম সোবহান চৌধুরী, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, বাপা সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।