আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে নানা আয়োজনে দিবসটি পালিত করা হয়েছে।
এসময় আমাদের নার্স আমাদের ভবিষ্যত এই শ্লোগান নিয়ে হবিগঞ্জ নার্স দিবসে আলোচনা সভা র্যালি ও কেক কাটা হয়।
শুক্রবার (১২ মে) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের নার্সদের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এসময় সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্তাবধায়ক আমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জ্বল, ডা. মিঠুন রায় প্রমুখ।