সোয়াত উপত্যকায় পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১১ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) সোয়াতের গ্যাবিন জাব্বা এলাকার গভীর খাদে বাস নিমজ্জিত হওয়ার ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী দল রেসকিউ-১১২২ দলের মুখপাত্র জানান, অবিলম্বে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিভিল হাসপাতালে মাটাতে স্থানান্তরিত করা হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান জানান, ব্রেক ফেইল করার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে আরও জানা যায় দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য। তারা হলেন ইমরান, আকবর শাহ, জাকির, শফিক খান, আব্দুল রেহমান শোয়েব, ওমর শাহ, জাভেদ মোসা খান এবং মুরাদ খান।

গত নভেম্বরে একই এলাকায় একই ধরনের একটি ঘটনায় চার শিক্ষার্থী নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়। উপত্যকা ভ্রমণরত স্কুল বাসটি প্রযুক্তিগত ত্রুটির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়।

দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসক জুনায়েদ খান বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায় বাসটির কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না।

এরপর বাসচালক ও স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তারের নির্দেশ দেন জুনায়েদ খান। এরপরই বেসরকারি স্কুলটির অধ্যক্ষ, বাস মালিক ও চালককে গ্রেপ্তার করে পুলিশ।

পাকিস্তানের সোয়াত উপত্যকা মনোমুগ্ধকর নৈসর্গিক স্থানগুলোর জন্য পরিচিত। সোয়াত নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পাহাড়ি অঞ্চলটি গঠিত হয়েছে। অসংখ্য হিমবাহ, অপরূপ গাব্রাল নদী এর প্রধান আকর্ষণ।