সোমবার থেকে করোনার ৩য় ও ৪র্থ ডোজ টিকা প্রদান শুরু

“কোভিড-১৯ ভ্যাকসিন নিন। সুরক্ষিত থাকুন। অন্যকেও সুরক্ষিত রাখুন।” এই শ্লোগানে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও আগামী ১০ ও ১১ জুলাই কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। দুদিন ব্যাপি কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিকদের ৩য় ও ৪র্থ ডোজ দেয়া হবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

শনিবার (৮ জুলাই ২০২৩) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিকগণের স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের আহবান জানানো হয়। টিকা কার্ড কিংবা টিকা সনদসহ যথা সময়ে টিকা কেন্দ্রে উপস্থিত থেকে কোভিড -১৯ টিকা গ্রহণ করতে পারবেন নাগরিকগণ।

সিসিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা কমপক্ষে ৪ (চার) মাস পূর্বে কোভিড-১৯ টিকার ২য় বা ৩য় ডোজ গ্রহন করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ টিকা প্রদান করা হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকগণ টিকা গ্রহন করতে পারবেন। ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন ব্যাপি টিকাদান কার্যক্রমে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের উর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিক্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে।

এছাড়া ৫-১১ বছর বয়সী যে সকল শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।