সুনামগঞ্জ শহরের পরিকল্পিত উন্নয়ন প্রত্যাশায় নাগরিক সংলাপ

সুনামগঞ্জ শহরের পরিকল্পিত উন্নয়ন প্রত্যাশায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহীদ মুক্তিযোদ্বা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি’র উদ্যৌগে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও মুক্তিযোদ্বা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি’র সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল রহমানের পরিচালনা শহরের বিশিষ্ট জনেরা তাদের নাগরিক ভাবনা তুলে ধরেন।

নাগরিক সংলাপে শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় তারমধ্যে অন্যতম সমস্যা যানজট, ড্রেনজে ব্যবস্হা, স্বাস্থ্য সেবা, শহর রক্ষা বাঁধ, বিনোদন কেন্দ্র করা সহ অনেক দাবি তুলে ধরা হয় নাগরিক সংলাপে।

নাগরিকদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সমস্যা সমাধান কি ভাবে করা হবে এবং শহরকে সৌন্দর্য বর্ধন করতে কি কাজ চলমান রয়েছে তা নাগরিকদের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

একই সাথে তারা প্রতিশ্রুতি দেন যে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে।