
সুনামগঞ্জের সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ জানায়- মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আমিনুল এহসান খাঁনের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে স্থানীয় কাশেমী পাড়ায় মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে। এসময় মাদক সেবন ও অবৈধ মাদক দ্রব্য রাখার অপরাধে প্রত্যেকে ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
দÐিত ব্যক্তিরা হলো- ডালুয়া গ্রামের গজেন্দ্র সাংমার ছেলে মার্টিন সাংমা (৬৭) ও আব্দুর রহিমের ছেলে মো. জয়নাল মিয়া (২৭), সৈয়দপুর গ্রামের ওহিদ মিয়ার ছেলে সেলিম (২০) ও সৈয়দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহিনুল ইসলাম (২১)।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে র্যাব।
জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।