সুনামগঞ্জে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সুনামগঞ্জে সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের দিরাই রাস্তা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, সড়ক ও জনপথের আওতাধীন সুনামগঞ্জের সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ফলে শহরে দেখা দেয় তীব্র যানজট। সেই যানজট নিরসনে সকাল থেকেই সুনামগঞ্জ-সিলেট-দিরাই রাস্তা থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে সড়ক ও জনপথ। দিরাই রাস্তা থেকে শুরু হওয়া অভিযানটি ধীরে ধীরে শহরের দিকে এগোচ্ছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, যানজট নিরসনে আজ (বুধবার) থেকে শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান আগামীকাল বৃহস্পতিবারও চলবে।