সুনামগঞ্জ পৌর শহরের হাছন নগর এলাকার পুলিশ সুপারের বাংলো সংলগ্ন একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতরা হলেন, হাছননগর এলাকার মৃত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তাঁর ছেলে মিনহাজ (২০)। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বসিখাওরি গ্রামে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাজের মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ফরিদা ও তাঁর ছেলে মিনহাজ রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে নিহতের বাসার কাজে মহিলা এসে দেখেন বাড়ির সামনের গেইট খুলা। ভেতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের মরদেহ। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। একইসাথে ফরেনসিক আলামত উদ্ধার করছে সিআইডি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেন তিনি।