সুনামগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে সামান্য দূরত্বে এগিয়ে গেলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
পরে সেখান থেকে ফিরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিকে যেতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বলেন, আগামীকাল সকাল থেকে সড়ক নৌ রেল পথে সর্বাত্মক অবরোধ। পুলিশ আমাদেরকে শান্তি পূর্ণ মিছিল করতে দিচ্ছে না আপনারই দেখতে পাচ্ছেন। আগামীকাল কোনও বাধা আসলে সে আমরা সাধারণ জনগণকে নিয়ে মোকাবেলা করবো। এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল পন্ড করার পর পুলিশ বিএনপির অস্হায়ী কার্যালয় ঘেরাও করে রাখে।