সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ৫ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
সোমবার (৬ জুন) দুপুরে শহরের ওয়েজখালিস্হ পুলিশ লাইন্সে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে এ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর কলেজের অধ্যক্ষ সাংবাদিক শেরগুল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাছুম হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, নিউজ২৪ এর সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন, সাংবাদিক মো. আশিকুর রহমান পীর, বৈশাখী টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কর্ণ বাবু দাসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ ৫ হাজার প্যাকেট ত্রাণ প্রদান করায় সবাইকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে থাকে এটা আমরা এর আগেও দেখেছি। বন্যায় সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এই ত্রাণসামগ্রী পেলে অনেক উপকৃত হবে। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি ও মানুষের সাথে যোগাযোগ আছে, সে কারণে আমরা আশা করি প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট সবাইকে যারা এ ত্রাণ দিয়েছেন।
প্রথমে পুলিশ লাইন্সে কর্মরত আয়াকে ত্রাণ প্রদানের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার। পরবর্তীতে তালিকা করে এই ত্রাণ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে ৩ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।