সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১ হাজার ৫ শত কেজি ভারতীয় চিনি ও ২০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলার দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার দুটি দল।
জানা যায়, বুধবার বেলা পৌনে বারোটায় সুনামগঞ্জ সদর থানাধীন আম্বরপয়েন্টে এলাকায় অভিযানে ১ হাজার ৫ শত কেজি ভারতীয় চিনি ১টি ডিআই পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় মোঃ পাভেল মিয়া (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। সে জেলার বিশ্বম্ভরপুর থানার ছাতারকুনা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
এছাড়া বেলা দেড়টায় সুনামগঞ্জ সদর থানা এলাকার সুনামগঞ্জ থেকে সাচনাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পিযুষ কান্তি দাস (৪০) নামক একব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ (বিশ) বোতল AC BLACK নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।েআটক পিযুষ কান্তি সুনামগঞ্জ সদর উপজেলার অমৃতশ্রী গ্রামের প্রফুল্ল কুমার দাসের ছেলে।
এই দু’টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।