সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় চিনিসহ আটক ৩

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৮০ বস্তা ভারতীয় চিনিসহ পৃথক অভিযানে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ থেকে দুজনকে ও কীর্তনছড়া এলাকার একটি বসত ঘর থেকে আরেকজনকে আটক করা হয়৷

প্রথম অভিযানে আটককৃতরা হলেন, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের তাজ্জত আলী তালুকদারের ছেলে রনি মিয়া ও রায়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এরশাদ মিয়া। তাদের কাছ থেকে ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানেক উপজেলার ভাঙালভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসেমকে আটকসহ ৩০ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়।

এ ব্যাপারে মধ্যনগর থানার ওসি এমরান হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছ এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।