সিসিটিভির আওতায় আসছে শান্তিগঞ্জের পাগলা বাজার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী পাগলা বাজারে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের বিচরণ বহুকাল থেকে। বিশেষ করে প্রতি সপ্তাহের হাঁটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে পাগলা বাজার। বিপুল জনসমাগমের কারণে হাঁটে মাঝে মধ্যেই চুরি কিংবা হাতাহাতির মতো ঘটনা ঘটলেও প্রমাণের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যায়, এতে উদ্বিগ্ন হাটের ব্যবসায়ীরা। তাই বাজারে চুরি বন্ধ ও শৃঙ্খলা ফেরাতে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের অর্থায়নে পাগলা বাজারকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকালে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সাবেক ইউপি সদস্য আউয়াল উদ্দিন, ইউপি সদস্য রঞ্জিত সরকার ও জফরুল হক।

পাগলা বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা গেলে বাজার এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলে মনে করেন তারা। এছাড়া বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ধাপে ধাপে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও সম্মত হন বক্তারা ।

মতবিনিময় সভায়, ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত সাতটি সিসি ক্যামেরা বাজারের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে স্থাপনের মাধ্যমে পাগলা বাজারকে তদারকির আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগমী শুক্রবার সকালে প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধি, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যবৃন্দ, ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনকালীন স্টিয়ারিং কমিটির দায়িত্ব পালনকারী সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ক্যামেরাগুলো স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, আজাদুল হক, খলিলুর রহমান, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মকবুল হোসেন, সদস্য তুয়েল মিয়া, নাছির আলী, স্টিয়ারিং কমিটির সভাপতি মনসুর উদ্দিন, সদস্য সচিব আজাদ মিয়া, সদস্য শাহআলম, আসিফ ইকবাল ফয়সাল, ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ প্রমূখ।