সিসিক মেয়রের আহ্বানে শীতার্তদের পাশে মার্কেন্টাইল ব্যাংক

শীতার্ত মানুষের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিটি করপোরেশন এর আওতাধীন প্রায় ৫ শত দলিত সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতনের সভাপতিত্বে ও মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা শাহীন আহমেদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্ণেল (অব.) মোহাম্মদ একলিম আবদিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক সুবিদবাজার শাখার প্রধান ভিপি রেজাউল হক চৌধুরী, বিয়ানীবাজার শাখার এফএভিপি এবং শাখা প্রধান বদরুল ইসলাম, গোয়ালাবাজার শাখার প্রিনসিপাল অফিসার এবং শাখা প্রধান সাখাওয়াত হোসেন ইবনে আহাদ। এসময় উপস্থিত ছিলেন, মো. জিল্লুর রহমান জিল্লুসহ সিসিকের বিভিন্ন দপ্ত্রের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ‘শীতার্তদের মাঝে শীতসামগ্রী বিতরণ করা মহান কাজ, এটি ইবাদতের অন্তর্ভুক্ত। তাই আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শীতার্ত মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতনের কাছে আহ্বান করেন। মার্কেন্টাইল ব্যাংক এ আহবানে সাড়া দিয়ে সিলেট সিটি করর্পোরেশনের পাশে দাঁড়ায়। আমাদের বিত্তবান সমাজের কাছে অনুরোধ থাকবে আপনারা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। এটা একটি মানবিক দায়িত্ব। আমাদের উচিত এসব মানুষের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসা।’