
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান মাতা ফিরোজা বেগম তালুকদার আর নেই। ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
শনিবার (৩০ জানুয়রি ২০২১) সকাল ১০ টার দিকে ঢাকা মিরপুরের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুগ্রাহি স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রসঙ্গত, রাজধানী ঢাকার মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মাদ্রাসা মসজিদে বাদ আছর প্রথম জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় লক্ষিপুরের নিজ বাড়িতে। লক্ষিপুরের সদর উপজেলার সোনাপুরের তিলখেরবাড়ি গ্রামের মসজিদে রোববার সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।