সিলেট বেতারে আগুন, সম্প্রচার বন্ধ

বাংলাদেশ বেতার সিলেটে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সিলেটের দুটি ইউনিট।

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘৫ টনের একটি এসির কম্প্রেশার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুধুমাত্র এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বলেন, ‘ দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সি ও টু (কার্বন ডাই অক্সাইড) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’