সিলেটে ৫ দিন ধরে এক ব্যক্তি নিখোঁজ

সিলেটে ৫ দিন ধরে মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি নগরের জল্লারপাড়স্থ মধুমিতা মিষ্টির কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

জানা যায়- মাসুদ মিয়া গত ৮ ডিসেম্বর বেলা ৩টার দিকে মিষ্টির কারখানা থেকে একটি ভ্যানগাড়িসহ বের হয়ে যান। পরে আর তিনি ফিরে আসেননি। তিনি কারখানা থেকে বের হওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও কারখানায় রেখে যান। নিখোঁজ ব্যক্তির উচ্চতা ৬ ফুট, গায়ের রং কালো, তিনি নরসিংদীর ভাষায় কথা বলেন। নিখোঁজের সময় তার পরনে ছিল লুঙ্গি ও আর্জেন্টিনার জার্সি।

এ ব্যাপারে নিখোঁজ মাসুদ মিয়ার মেয়ে ফারজানা বেগম ৯ ডিসেম্বর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (৯০৬/০৯.১২.২২) করেছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি নিখোঁজের সন্ধান পান তাহলে পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় অথবা নিখোঁজ ব্যক্তির মেয়ে ফারজানা বেগমের ০১৩২৫-৫১০৩০১ এই মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।