এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২৩টি শিক্ষা প্রতিষ্টানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
তবে পরবর্তী ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কায় কোন কোন প্রতিষ্টান থেকে শতভাগ পাশ হয়েছে তা প্রকাশ করা হয়নি।
এদিকে এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার গত বছরের চেয়ে ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। তাছাড়া এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৫৪৫২ জনে। গত বছর যেখানে জিপিএ-৫ পায় ৭৫৬৫ জন শিক্ষার্থী।
সিলেট ভয়েস/এএইচএম