বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজ পরিবর্তনে আজীবনের নিবেদিত প্রাণ কমরেড আফরোজ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ হলে জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় কমরেড আফরোজ আলীর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, কমরেড আফরোজ আলী কৈশোরে যে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই সাম্যবাদ-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। শোষণ, দুর্নীতি ও লুটপাটমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তবেই কমরেড আফরোজ আলীর স্মৃতি চিরজাগরুক থাকবে।
সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল এর সভাপতিত্বে ও সজল রায়ের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, আবুল কালাম, চম্পা ভট্টাচার্য্য, সেলিম আহমদ, আব্দুল মালিক, শুভ ভট্টাচার্য্য, ধীমান সিংহ, সুমাইয়া জাকিয়া পুতুল, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ প্রমুখ।