সিলেটে মৃদু তাপপ্রবাহে অস্বস্তি জনজীবনে

ফাইল ছবি

সিলেটে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে আরও দুদিন। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তেও পারে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।

বিশেষ করে তীব্র গরমে বেহাল অবস্থা খেটে খাওয়া মানুষদের। নগরীর রিকশা-ভ্যান চালক, শ্রমিক ও প্রত্যন্ত এলাকার কৃষকদের জীবনযাত্রা বিপর‌্যস্ত হয়ে পড়েছে। গরমে অতীষ্ট হয়ে পড়েছেন তাঁরা।

সিলেট আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার (১৬ মে) সকাল নয়টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে। রাতের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

অবশ্য চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহের মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার দুপুর পর‌্যন্ত কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা বাড়ছে। রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

তিনি আরও বলেন, চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহের মধ্যেও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ তিনদিনই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।