শনিবার রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির ‘অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে’ সারাদেশের মতো সিলেটেও বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে রেজিস্টারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি তাঁর বক্তব্যে বলেন- এই সরকারের অধীনে যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না তা বিশ্ববাসীর কাছে আজ প্রমাণিত। সরকার পুলিশ বাহিনী এবং তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় ঠিকে থাকার দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। আর ত্রিশ দিনও এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ডা. শাহরিয়ার হোসেন চৌধুর, আবুল কাহের চৌধুরী শামিম, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও আব্দুল কাইয়ুম জালালী পংকী।