সিলেট বিভাগে বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগে আরও ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বন্যাজনিত কারণে সিলেট বিভাগে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন রোগে ১৩ হাজার ৫৯২ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মৌলভীবাজারে পানিতে ডুবে ১ জন মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে ৬৫ জন ব্যক্তি মারা গেছেন। সর্ব্বোচ ২৯ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। তারপরে রয়েছে সিলেট ; এ জেলায় ১৮ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে ৭ জন মারা যান।