সিলেটে বন্যার্ত মানুষের পাশে ‘ড্যাব’

বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেটের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. শামীমুর রহমান ও কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বলেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। বানভাসি মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। কিন্তু সরকারি যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা একেবারেই অপ্রতুল। চরম দুঃসময়ে থাকা বন্যার্ত মানুষগুলোর জন্য সামান্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ড্যাব।

এ অবস্থায় সবাইকে বানভাসি মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ড্যাব’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. পারভেজ রেজা কানন, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা.আহমেদ নাফী, ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ডা. রুসলান ইসলাম, ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।