সিলেটে বয়ে যাওয়া হালকা ও মাঝারি তাপপ্রবাহের মধ্যেই বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সিলেটসহ পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি আরো বলেন, সিলেটের আশপাশের এলাকার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থার বৃষ্টি অথবা বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো কয়েকদিন আবহাওয়া একই অবস্থায় থাকতে পারে।