সিলেট নগরীর তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী পূর্ব উপরপাড়া টিলার পাদদেশে পাহাড় কাটার অপরাধে ০৬ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে টিলা কাটার খবর পেয়ে এসআই মো. মাহাবুর আলম মন্ডল, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই মো. রেজাউল করিম, এএসআই আব্দুস সালাম সহ অভিযানে নামে জালালাবাদ থানা পুলিশের একটি দল।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটারত অবস্থায় ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- স্থানীয় উপরপাড়া এলাকার পাখি মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সামসুল মিয়া (২৫), আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহিম (৩২), মৃত আব্দুল মুজিবের ছেলে আজিজুল আহমেদ (৩৮), মৃত সুরুজ মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৭) ও বিমানবন্দর থানাধীন আলী বাহার চা বাগান এলাকার নির্মল গঞ্জুর ছেলে বিমল গঞ্জু (২১)।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, আটকের বিষয়টি তাৎক্ষণিক পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লংঘনের অপরাধে প্রত্যেককে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটক আসামীদের বিধি অনুযায়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আবুল খালেদ মামুন।