সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন তারা।
বৈঠকে পরিবহণ শ্রমিকদের দাবি দাওয়া বিষয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগমী ১১ মার্চের মধ্যে পরিবহন শ্রমিকদের সাথে বৈঠক করে তাদের দাবি-দাওয়া সমাধানে কাজ করবেন।
এছাড়া শ্রমকিদের মূল দাবি সিএনজি পাম্পে গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আগামী রমজান মাস পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। রমজানের পর সিসিক মেয়র দায়িত্ব নিয়ে গ্যাসের লোড বৃদ্ধির বিষয়ে চেষ্টা করবেন।
এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে বৈঠক শুরু করেন পরিবহন শ্রমিক নেতারা। পরে বৈঠকে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।