সিলেটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। তবে দেশের সবাইকে তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে কেউ এর সুফল থেকে বঞ্চিত না হয়।

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এসএম কাশেম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

সহকারী কমিশনার জসিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক আব্দুল হান্নান চৌধুরী, জেলা প্রোগ্রামার মো. বশির উদ্দিন, উদ্যোক্তা হেলাল আহমদ ও নাজিউর রহমান খান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্পে যে কল্পনা ছিল না তা প্রমাণিত হয়েছে। তিনি নতুন প্রজন্মের প্রতি দেশকে প্রাণ দিয়ে ভালবাসার আহ্বান জানিয়ে বলেন, মহান ভাষা আন্দোলনে, স্বাধিকার সংগ্রামে ও মুক্তিযুদ্ধে দেশপ্রেমই ছিল মূল শক্তি। তাই বিজয় এসেছে।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে অবশ্যই তথ্যপ্রযুক্তি নির্ভর হতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখিয়ে ছিলেন-স্বপ্ন পূরণও করেছেন। এখন উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে বিজ্ঞানমনস্ক, তথ্যপ্রযুক্তি নির্ভর ও মেধাসম্পন্ন জাতি গঠন করতে হবে।

আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘প্রগতিশীল প্রযুক্তি-অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হলো।