সিলেটে ছাত্রশিবিরের বিশাল শোডাউন

সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়।

সিলেট মহানগর ছাত্রশিবিরের আয়োজনে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের করা হয়। পরে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে বিভিন্ন ধরণের প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম। সিলেট মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শাহীন সঞ্চালনায় ও সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ, শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনওয়ার।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনও দেশে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা এখনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের ইন্ধনে ইসকনের হাতে একজন আইনজীবিকে প্রাণ দিতে হয়েছে। এভাবে আর একটা ঘটনা ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।’

বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে জুলাই হতাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তা না হলে শহীদের আত্মা শান্তি পাবে না।’