সিলেটে চলছে ঢিলেঢালা অবরোধ, নগরজীবন স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

সকালে নগরের বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের ভীড় বাড়তে থাকে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দু’একটা করে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে, গণপরিবহন কম থাকায় ভোগান্তি বাড়ছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষের।

সড়ক মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে নাগরিক ব্যাস্ততা।

সকালের দিকে নগরীর শপিংমল, বিপণীবিতান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। দুপুর ১২টার পর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে।

এদিকে অবরোধের সমর্থনে ভোরে দক্ষিণসুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্বল্প সময়ের জন্য বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্রদল। এছাড়া দুএক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

যে কোন পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। মহাসড়কেও রয়েছে পুলিশের বাড়তি টহল।

অবরোধের নামে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

নিচের লিঙ্কে নগরজীবন –