পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারো নগরীতে বিশাল ‘জশনে জুলুস ঈদ-এ মিলাদুন্নবী’ উদযাপন করেছে সিলেট জেলা গাউসিয়া কমিটি।
রোববার (০৯ অক্টোবর) সকালে সিলেট সদর উপজেলার মইয়ারচর তালুকদারপাড়াস্থ মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া প্রাঙ্গণ থেকে সজ্জিত ট্রাকযোগে এসে হজরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে জড় হন সবাই। দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণে মিলাদ-মাহফিল ও দোয়ার মাধ্যমে শুরু হয় ‘জশনে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী’র শোভাযাত্রা।
এরপর শোভাযাত্রাটি সিলেট নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া প্রাঙ্গণে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
পুরো শোভাযাত্রা জুড়ে সুললিত কন্ঠে মহানবীর শানে নাতে রাসুল ও ইসলামি সঙ্গিত পেশ করেন শিল্পিরা। শোভাযাত্রায় অংশ নেন নবীপ্রেমিক হাজারো মানুষ।
গাউসিয়া কমিটি সিলেট জেলা শাখা সভাপতি হাফিজ মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় শোভাযাত্রার শুরুতে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা ও মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরি, মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব আমির উদ্দিন, গাউসিয়া কমিটি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোত্তার মিয়া, সহ সভাপতি মুহাম্মাদ আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক সাহেদ আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নেই।