সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে নগরীর নজরুল একাডেমি মিলনায়তনে কেক কাটা হয়।
এ সময় শুভেচ্ছা জানাতে গিয়ে সুধীজনেরা বলেন, দেশের গণমাধ্যমে নতুন ধারার সৃষ্টি করেছিল একুশে টেলিভিশন। আর সেই ধারা এখনও প্রবাহমান। একুশে টেলিভিশন স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দেশের স্বার্থে, মানুষের জন্য কাজ করছে বলে মন্তব্য করেন তারা।
একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ কলেজের প্রিন্সিপাল লিয়াকত শাহ ফরিদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী এটিএম হাসান জেবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সম্ভাব্য মেয়র প্রার্থী ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম, জেলা যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বী, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, দৈনিক উত্তরপূর্ব’র চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সূটন সিংহ, সাংবাদিক মাইনুল হাসান টিটু, এলজিইডি ঠিকাদার কল্যাণ অ্যাসোসিয়েশন সিলেটের সহ-সভাপতি আবুল কালাম, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি-এসনিক’র সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, হলি গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমদ, সিলেটের প্রাচীণতম সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন, দৈনিক উত্তরপূর্ব’র চিফ ফটো সাংবাদিক শঙ্কর দাস, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম আহমদ প্রমুখ।