সিলেট রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনের তাপানুকূল চেয়ার (খ) বগিতে আগুন লেগেছে। সেখানে অন্তত ২৩ টি সিট আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আমাদের লোকজন ও দমকল কর্মীরা আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে এসির শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটপ শিকদার বলেন, প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হয় নি, ট্রেনের এসির লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অধিকতর তদন্তের পর আরও নিশ্চিতভাবে বলা যাবে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।