সিলেটে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেছেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হয়ে সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের অংশিদার হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল সদস্যরা এক হয়ে দেশের সকল প্রকার ভাল কাজের সহযোগীতা করার জন্য আহ্বান জানান তিনি।

সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ১ম ধাপে (পুরুষ) ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুটেন্ট এএসএম এনামুল হক পরিচালনায় সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি জেলা কমান্ডেন্ট তানিয়া আক্তার, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম।

এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।