
সিলেট জেলা ছাত্রদলের ঘোষিত বিভিন্ন ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে।
শুক্রবার (৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে গত ৬ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা ও গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একই সাথে দেশের সকল সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট গঠন ও পুনর্গঠন স্থগিত রাখতে নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।