সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে প্রত্যাহার করা হয়। একই প্রজ্ঞাপনে সিলেটের তিন জেলাসহ দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক পদের পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে সিলেট ছাড়া যে সকল জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে সেসব জেলা হলো- ঢাকা,  ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর।