সিলেটের আম্বরখানা থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি আটক

সিলেটের আম্বরখানা এলাকা থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি ও দুইটি পিকআপ আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের সামনে থেকে এ চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অবৈধ পথে আসা ভারতীয় চিনি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন সিলেটভয়েসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত চিনি সিলেট শহরে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হচ্ছে। এসময় নগরীর চৌকিদেখি এলাকা থেকে চিনি বোঝাই গাড়িকে চ্যালেঞ্জ করলে তারা আম্বরখানার দিকে চলে আসে। পুলিশও তাদের পিছু নিলে তারা আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে গাড়ি রেখে পালিয়ে যায়।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, তিনটি পিকআপ ভ্যানে মোট ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এছাড়া তিন গাড়িতে থাকা চোরাচালান চক্রের সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।