আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। একই সাথেআগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে সকল আবাসিক হল খুলে দেয়া হবে।
একই সাথে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠূ পরিবেশ বজায় রাখতে সকল প্রকাশ সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও প্যানেল কালচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সিকৃবির জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি প্রচলিত বিধিবিধান পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সকল শিক্ষার্থীদের নিজ নিজ সংযুক্ত হলে আসন নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।