দেশের ওপর দিকে মৌসুমি বায়ুর অংশ বেশ সক্রিয়। এ কারণে বৃষ্টি কিছুটা বেড়েছে। যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে।
সিলেট ভয়েস/এএইচএম