
সাভারে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে দুই মাস ধরে ধর্ষণ করেছে মিলন নামের এক ব্যক্তি। পরে গতকাল বুধবার (২৭ জুন) রাতে ধর্ষণ করার সময় শিশুটি চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।
সাভার পৌর এলাকার স্বরণিকা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ধর্ষণের শিকার ওই শিশুটি সাভারের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে ছাত্রী। গত দুই মাস ধরে পাশের বাড়ির ভাড়াটিয়া টাইলস মিস্ত্রি মিলন শিশুটিকে ধর্ষণ করে আসছিল।
শিশুটি এতদিন লজ্জা ও ভয়ে ধর্ষণের বিষয়টি কাউকে বলতে পারেনি। পরে বুধবার রাতে শিশুটিকে ধর্ষণ করার সময় চিৎকার দিলে এলাকাবাসী ধর্ষণকারী মিলনকে আটক করে। পরে সে কৌশলে পালিয়ে যায়।
এরপর শিশুটির পরিবার ৯৯৯ ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ধর্ষণকারীকে আটক করার চেষ্টা চলছে।