গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্টের সংঘাতে পোশাক শ্রমিক ফজলুল করিম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর)আ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. মাহমুদুর রহমান ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার মহানগর হাকিম মো. ইমরান আহমেদ এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আনিসুল হক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে অবগত ছিলেন। তাই হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য এবং এ ধরনের অপরাধের পেছনে জড়িত বাকি আসামিদের অবস্থান জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ফজলুল করিম নিহতের ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে গত ২১ আগস্ট ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ফজলুল করিম। তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।