ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। তার বাঁ হাতের ঘূর্ণিতে চলেছে ভারতের ব্যাটারদের যাওয়া আসার মিছিল।
রোববার (৪ ডিসেম্বর) মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত তুলতে পেরেছে মাত্র ১৮৬ রান।
ম্যাচে একে একে সাকিব তুলে নিয়েছেন ভারতের পাঁচ উইকেট। ওয়ানডে ক্রিকেটের এটা সাকিবের চতুর্থ ফাইফার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে সাকিব পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন ২৪ ইনিংসে।
এদিন সাকিব শুরুটা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দিয়ে। ইনিংসের ১১তম ওভারে বল হাতে নিয়েই প্রথম ওভারে ভারতীয় ব্যাটিং লাইনআপের দুই স্তম্ভকে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন।
এরপর যখন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জুটি গড়ছিলেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। তখন ৩৩তম ওভারে আবার সাকিবের হাতেই বল তুলে দেন অধিনায়ক লিটন কুমার দাস। সাকিব এবারও হতাশ করেননি। সুন্দরকে এবাদত হোসেনের ক্যাচ বানিয়ে ভাঙেন ভারতের ৬০ রানের জুটি।
এর পরের ওভারেই আবার সাকিবের জোড়া শিকার। ৩৪তম ওভারের প্রথম বলে শারদুল ঠাকুরকে বোল্ড করেন। এরপর একই ওভারের চতুর্থ বলে দিপক চাহারকে ফিরিয়ে পাঁচ নম্বর উইকেট তুলে নেন।