
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি, মঞ্চ ও টিভি অভিনেতা মিশফাক আহমেদ চৌধুরী মিশু মারা গেছেন।
আজ শনিবার ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
মিশফাক আহমেদ ৮০/৯০ দশকের জনপ্রিয় টিভি মডেল ছিলেন। একই সাথে অভিনয় করতেন মঞ্চ নাটকেও। ২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছিলেন। এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
করোনাকালীন এবং সিলেটের ভয়াবহ বন্যায় সংস্কৃতিকর্মীদের ‘কলের গাড়ি’র মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি।
তার মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়স নেমে এসেছে।
আজ বাদ মাগরিক হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।