সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দেশ ও সমাজের উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকরা সব সময়ই সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সিলেট নগরীর উন্নয়নেও সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে সিলেটকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
শনিবার (৮ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, সাংবাদিকতার উন্নয়ন ও স্বাধীন গণমাধ্যমের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সিলেটে কর্মরত সাংবাদিকদের উন্নয়ন অগ্রগতির জন্য সরকার ও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়র প্রার্থী হয়েছিলাম। সিলেটের জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট সিটির মেয়র উপহার দিয়েছেন। জনগণের আস্থা ও নির্বাচনী ওয়াদা পুরণে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের সার্বিক বিষয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু।
বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক জনকন্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিনিয়র সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, নির্বাহী সদস্য ডা. নাজরা আহমদ চৌধুরী, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. এনামুল কবীর, পাঠাগার সম্পাদক আবু বকর, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সদস্য শাহিন আহমদ, আনোয়ার হোসেন ও রনজিৎ কুমার সিংহ।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ মহসিন, মামুন হাসান, আবুল মোহাম্মদ, মীর্জা সোহেল আহমদ, এস সুটন সিংহ, সাদিকুর রহমান সাকী, সৈয়দ রাসেল, শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, আনিস মাহমুদ, এসএম সুজন, রজত কান্তি চক্রবর্তী, মিসবাহ উদ্দিন আহমদ, এম এ মালেক, শংকর দাস, অমলকৃষ্ণ দেব, সুব্রত দাস, মো. আলী আকবর চৌধুরী কোহিনুর, রায়হান উদ্দিন, তুহিনুল হক তুহিন, মো. ওলিউর রহমান, পিংকু ধর, মো. একরাম হোসেন, মো. মনিরুজ্জামান রনি, আহমেদ জামিল, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, সোহাগ আহমদ, অমিতা সিনহা, ফয়জুল আহমদ, নবীন সোহেল, রাজীব রাসেল, মুজাহিরুল ইসলাম রাহাত, আশরাফ আহমদ, পল্লব ভট্টাচার্য, সুর্বনা হামিদ, আজহার উদ্দিন শিমুল, এসএম মিজানুর রহমান, জয়ন্ত কুমার দাস, মো. শাকিলুজ্জামান, সহযোগী সদস্য সাজলু লস্কর, মো. শহিদুল ইসলাম সবুজ, মো. মোশাহিদ আলী, কামরুল ইসলাম মাহি।