‘সরকার বন্যার্ত প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দ দিচ্ছে’

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষদেরকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে বিশেষ জনগোষ্ঠী সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ বরাদ্দ প্রদান করেছে। এতে প্রতিবন্ধীদের ক্ষতি কিছুটা পূরণ হবে।

নিবাস রঞ্জন দাশ সোমবার (৪ জুলাই) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে জিডিএফ’র উদ্যোগে সিলেটের জেলা প্রশাসন প্রদত্ত প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বিত্তবানদের প্রতি প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে তিনি জেলা প্রশাসন কর্তৃক ত্রাণ বরাদ্দ দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, বাংলাদেশ ইকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম ও সিবিডি/ সিপিও’র সভাপতি দিদার মোহসিন।

জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়েজিদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান পরিচালনা করেন জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়া অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।